Advertisement
Us Bangla Airlines
‘বাবা হিসেবে যন্ত্রণা অনুভব করছি’— বিমান দুর্ঘটনায় সাকিব

‘বাবা হিসেবে যন্ত্রণা অনুভব করছি’— বিমান দুর্ঘটনায় সাকিব

খেলা ডেস্ক

২১ জুলাই ২০২৫, ২১:০৩

রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া বইছে। ইতোমধ্যে বিসিবি ও বাফুফের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। হতাহতের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসান।

সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

তিনি আরও বলেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতা প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’

এদিকে আজ (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিমান বিধ্বস্তের বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবশেষ খবর অনুযায়ী, বিমান বিধ্বস্তের এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও হু হু করে বাড়ছে। আইএসপিআরের তথ্য বলছে, বর্তমানে আহতের সংখ্যা ১৭১ জন।

এমআই