Advertisement
Us Bangla Airlines
বড় সুখবর পেলেন তানজিদ-মোস্তাফিজ

বড় সুখবর পেলেন তানজিদ-মোস্তাফিজ

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১৫:৩৮

মিরপুরে বল হাতে পাকিস্তানকে নাচিয়ে ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। প্রায় আট ওভার বল করা এই পেসার ওভারপ্রতি ৩ রানের কম খরচ করেছেন। পাকিস্তান সিরিজের আগে শ্রীলঙ্কাতেও প্রতিপক্ষের ব্যাটারদের ঘাম ছুটিয়েছেন কাটারমাস্টার। সেখানেও ওভারপ্রতি মাত্র চার রান ব্যয় করেছেন এই বোলার। ফলে আইসিসি থেকে বড় সুখবর পেলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ এগিয়ে বর্তমানে তাঁর অবস্থান ৯ম। শ্রীলঙ্কা ও পাকিস্তানে সিরিজের উজ্জ্বল পারফরম্যান্স মোস্তাফিজকে পুনরায় সেরা দশে জায়গা করে দিয়েছে। আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চারবারের পরীক্ষায় ৩ বার ফেল, এবার পারবে কি বাংলাদেশ?

শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিরিজ জয়ের সেই ম্যাচে ব্যাট হাতে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করেছেন এই ব্যাটার। ফলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে রয়েছেন তামিম। যা বাংলাদেশি ব্যাটারদের জন্য সর্বোচ্চ অবস্থান।

লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন স্পিনার শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা বোলিংও বটে। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটে-বলে দুর্দান্ত সময় পার করছেন মেহেদী। তাতে এই বোলারের উন্নতি হয়েছে ৯ ধাপ। বর্তমানে ১৬তম স্থানে অবস্থান করছেন তিনি।

রেকর্ডবুকে মোস্তাফিজ, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন ইতিহাস

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শরীফুল ১৪, তানজিম হাসান ৯ ও তাসকিনের এক ধাপ উন্নতি হয়েছে। বিপরীতে পিছিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার হাসান মাহমুদ।

ব্যাটারদের তালিকায় তানজিদ ছাড়াও উন্নতি করেছেন জাকের আলী, পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। এই তিন ব্যাটার যথাক্রমে ১৭, ২২ ও ২ ধাপ উন্নতি করেছেন। বিপরীতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কায় এক ম্যাচে ৭৬ রান করলেও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হয়েছেন তিনি।

এমআই