Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১৫:৪০

বাংলাদেশের ক্রিকেট সূচিতে চলতি বছরে ব্যস্ততা ছিল বেশ। লিটনদের সেই ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি দিয়েছে ভারত। আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা এক বছর পিছিয়েছে। ফলে এশিয়ার কাপের আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না টাইগারদের।

আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ শুরু হবে। এর মাঝে বাংলাদেশ ক্রিকেটে লম্বা বিরতি প্রস্তুতি সহায়ক হবে না বলে মনে করছেন অধিনায়ক লিটন কুমার দাস। ফলে এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ আয়োজন করা হলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করছেন তিনি।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে করা সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’ লিটনের মতো নতুন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে বিসিবি। সম্প্রতি এমন কথা জানিয়েছেন বিসিবির এক পরিচালক।

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

তবে শেষ পর্যন্ত সিরিজ আয়োজন করা না গেলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। এজন্য হার্ড হিটিং স্পেশালিস্ট কোচ জুলিয়ান উডকে কয়েকদিনের জন্য নিয়োগ দেবে বিসিবি। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে ‘এ’ দলের ক্রিকেটারদের নতুন সিরিজ আয়োজন করতে পারে বিসিবি।

এদিকে এশিয়া কাপের পরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা চলছে। সব ঠিকঠাক আয়োজন হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি সারতে পারবে লিটনের দল।

এমআই