Advertisement
Us Bangla Airlines
আগস্টেই নতুন সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

আগস্টেই নতুন সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

খেলা ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৪:০৮

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর এক বছর পিছিয়েছে ভারত। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজ অনুষ্ঠিত হবে। ফলে চলতি বছরের আগস্টে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তবে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি আরও সমুন্নত করতে নতুন সিরিজ খেলতে চায় লিটন-তাসকিনরা।

ক্রিকেটারদের দাবি মাথায় রেখে আইসিসি সূচির বাইরে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। ইতোমধ্যে একাধিক দলের সঙ্গে আলোচনা সেরেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে বাকি দলগুলোর আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় নতুন সিরিজ আয়োজনে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী মাসের শেষভাগে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সিরিজ খেলার ব্যাপারে আয়ারল্যান্ড দলের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে এখন পর্যন্ত কোনো বিষয় চূড়ান্ত হয়নি। যদিও চলতি বছরের শেষে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে আইরিশদের।

এদিকে, পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে যাওয়া টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে। অল্প সময়ের মধ্যে দুটি সিরিজ শেষে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটিতে।

তবে এশিয়া কাপে যাওয়ার আগে নতুন আরেকটি সিরিজ খেলার প্রত্যয় জানিয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। একই আশাবাদ ব্যক্ত করেছেন তাসকিন আহমেদও। এবার দেখার পালা বিসিবি নতুন সিরিজ আয়োজনে কতটা অগ্রসর হতে পারে।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে। যার ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন সূচির সত্যতা অবশ্য এখনো নিশ্চিত করেনি এসিসি। তবে ক্রিকেট থেকে লম্বা বিরতির পর সরাসরি এশিয়া কাপে খেলা টাইগারদের জন্য কঠিন হতে পারে।

এমআই