
ভারতের পরিবর্তে যে দুই দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ২১:২১
আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। আইসিসির সূচি অনুযায়ী, সেই সফরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল। ভারতের বিপক্ষে খেলেই এশিয়া কাপে পা রাখার কথা ছিল লিটনদের। তবে আচমকা সিরিজটি পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে। এর আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর এমন বড় মঞ্চে নামা লিটনদের জন্য কিছুটা কঠিন হবে। তাতে এশিয়া কাপের আগে নতুন সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। ইতোমধ্যে ২ দেশের সঙ্গে কথাও হয়েছে।
আজ শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যে দুই দেশের সঙ্গে কথা হচ্ছে, তা শুনলে ভক্তরা আশাহত হতে পারেন।
নাজমূল আবেদিন বলেন, ‘বেশিরভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। আমাদেরও তো ভারতের সঙ্গে সিরিজ ছিল। আমাদের পরিকল্পনা ছিল ওটা খেলে এশিয়া কাপে যাব। যেহেতু ভারত এখন আসছে না, আমরা চেষ্টা করছি অন্য কোনো দেশকে আনা যায় কি না।’
তিনি বলেন, ‘বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তবে বিদেশি দল না পেলে আলাদা পরিকল্পনাও করে রেখেছে বিসিবি। তা জানিয়ে নাজমূল আবেদিন বলেন, ‘যদি বিদেশি দল না পাই, সেক্ষেত্রে আমরা জাতীয় দল ও জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল, তাদের সঙ্গে একটা সিরিজ খেলব। তাতে সবার জন্য প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।’
এমআই