Advertisement
Us Bangla Airlines
এনসিএলে বিদেশি খেলোয়াড়, বিসিএলে আসছে বিদেশি দল

এনসিএলে বিদেশি খেলোয়াড়, বিসিএলে আসছে বিদেশি দল

খেলা ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ১৭:০৯

দেশের ঘরোয়া ক্রিকেটের মান আরও উন্নত করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিযোগিমূলক করতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) একটি বিদেশি দলকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে। আফগানিস্তানের ‘এ’ দল অথবা হাই পারফরম্যান্স ইউনিট কিংবা শ্রীলঙ্কার কোনো দলকে বিসিএল খেলতে আমন্ত্রণ জানানো হতে পারে। বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিসিবির সেই কর্তা বলেন, ‘এনসিএলে যেন প্রতি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে, সেজন্য আমরা বোর্ডের অনুমোদন নেওয়ার পরিকল্পনায় আছি। আমরা এখন এনসিএলে ঘাসের উইকেটেও খেলি। সেক্ষেত্রে যদি কোনো বিদেশি পেসার থাকে, তাহলে সেটি আমাদের দেশীয় ব্যাটারদের জন্য উপকারি হবে।’

জাতীয় দলে বেতন বাড়লেও উপেক্ষিত প্রথম শ্রেণির ক্রিকেট!

এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগেও বিদেশি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে। উপমহাদেশের অন্যান্য দেশের লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট যেমন রঞ্জি ট্রফি কিংবা কায়েদে আজম ট্রফির সময়সূচির সঙ্গে এনসিএলের সময় প্রায় একই হওয়ায়, ভারতের বা পাকিস্তানের প্রথম শ্রেণির খেলোয়াড়দের পাওয়া কঠিন হতে পারে। 

তবে বিকল্প হিসেবে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, এমনকি আয়ারল্যান্ডের খেলোয়াড়দের দিকেও নজর রাখতে হচ্ছে বিসিবিকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘এটা প্রায় নিশ্চিত। আমরা বিসিএলে একটি বিদেশি দল আনছি। সম্ভবত আফগানিস্তান থেকে—তাদের ‘এ’ দল অথবা হাই পারফরম্যান্স দল।’

চারদিনের এনসিএল শুরু হবে ১৫ অক্টোবর, শেষ হবে ৩০ নভেম্বর। এরপর ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত ৫০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, যা বিসিএলের অংশ হিসেবে ধরা হচ্ছে। চারদিনের প্রতিযোগিতাটি শুরু হবে বিপিএল শেষে, আগামী বছরের ফেব্রুয়ারিতে।

এমআই