
আকরাম থেকে সাকিব, তামিম থেকে তানজিম—মিরপুরে এত নাম!
খেলা ডেস্ক
২৬ জুন ২০২৫, ২০:৩৯
২০০০ সালের ২৬ জুন আইসিসি থেকে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সময়ের পরিক্রমায় আজ তা ২৫ বছর পার করেছে। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশব্যাপী এই আয়োজনের আজকে ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রজতজয়ন্তী উপলক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটাদের নাম লিপিবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। একই ম্যাচের একাদশে ছিলেন বিসিবি পরিচালক আকরাম খান।
সেই আকরাম খান থেকে শুরু করে হাবিবুল বাশার সুমন, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা রয়েছেন অনার্স বোর্ডে। এ ছাড়া রয়েছেন বর্তমান সময়ের নাঈম হাসান, নাহিদ রানারাও। কোন ক্রিকেটারের কোন মাঠে অভিষেক সেটার পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছরও।
অনার্স বোর্ড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিসহ সাবেক খেলোয়াড় এবং বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ।
এমআই