
৮ বলেই ৫ উইকেট শিকার, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড!
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৪:৪৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের প্রায়ই নতুন রেকর্ড গড়তে দেখা যায়। টেস্ট খেলুড়ে দলের তুলনায় আইসিসির সহযোগী দেশ এসব রেকর্ড গড়তে বেশ এগিয়ে রয়েছে। এবার তেমনই এক নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভুত ফিনল্যান্ডের ক্রিকেটার মহেশ থাম্বে।
বিশ ওভারের ক্রিকেটে মাত্র ৮ বলে ৫ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন এই বোলার। তাতেই টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম ৫ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন তিনি। এস্তোনিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে এই রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী মহেশ থাম্বে।
সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেছিল এস্তোনিয়া। ব্যাট হাতে ভালো শুরু এনে দিয়েছিল দলটির ক্রিকেটার। ৭২/১ স্কোরে আচমকা ধস নামান মহেশ থাম্বে। নিজের স্পেলের প্রথম ৮ বলেই তুলে নেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে।
A huge shoutout to Finnish Men's Bears for an incredible series of performances over the weekend
মাত্র দেড় ওভারে ৮ উইকেট শিকার করেই বিশ্বরেকর্ড গড়েছেন এই ডানহাতি মিডিয়াম পেসার। শেষ পর্যন্ত ২ ওভার বল করে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন মহেশ থাম্বে। তার এই বিধ্বংসী স্পেলে ১৯.৪ ওভারে ১৪১ রানেই অলআউট হয়ে যায় এস্তোনিয়া।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অরবিন্দ মোহনের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় ফিনল্যান্ড। তবে ম্যাচ জয়ের নায়ক মহেশ থাম্বে এদিন দুই বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট শিকার করেছিলেন বাহরাইনের ক্রিকেটার জুনাইন আজিজের।
২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। টেস্ট খেলুড়ে দলের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ড রয়েছে রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের স্টার বয়।
এমআই