
এবার বিপিএল নিয়ে কড়া মন্তব্য করলেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৭:৩৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে গত কয়েক মাস আগে বড় পরিবর্তন আসে। ক্রিকেট অভিভাবক সংস্থার সভাপতি পদে আসীন হন দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর নানান ইস্যুতে পরিচালকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বিসিবির বৈঠকের একটি অংশ জুড়ে ছিল বিপিএল। গুঞ্জন ছিল, বিসিবির নতুন সভাপতি বিপিএল আয়োজনে খুব একটা আগ্রহী নন। যদিও শেষ পর্যন্ত বিপিএল আয়োজনে মত দেন তিনি। এবার বিপিএল নিয়ে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বোমা ফাটিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএল কি এতটাই পপুলার! হ্যাঁ, পপুলার ধুম ধারাক্কা একটা কালারফুল খেলা হয়। কিন্তু এটা ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না। এটা সবাই করে আমরাও করি। এটার আসলে ইম্প্যাক্টটা কি, এটা এখনো আমরা ওইভাবে দেখতে পাইনি।’
এনসিএল আয়োজন নিয়ে আশার কথা শুনিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের যে চারটা দল থাকে সেখান থেকে তিনটা দল দেশি এবং একটা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে নেব। সেই খেলা গুলো আমরা দিন এবং রাত্রে খেলানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব আগামী বছর যে কোনো একটা টেস্ট পিংক বলে খেলে ফেলতে পারি।’
এমআই