Advertisement
Us Bangla Airlines
বিসিবির নতুন সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

বিসিবির নতুন সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

খেলা ডেস্ক

০৮ জুন ২০২৫, ১৪:৫৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ৯ মাসের মাথায় বড় রদবদল এসেছে। রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর সংগঠনটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এক বছর না পূরণ হতেই ফারুককে বিসিবি থেকে সরিয়ে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিসিবিতে এসে তেমন কিছু করতে না পারায় ফারুককে অপসারণ করা হয়। তার পরিবর্তে গেল মাসে বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তাকেও কাউন্সিলরশিপ দিয়েছে এসএসসি।

‘মুশফিককে প্রতিদিন রান করতে হবে, এমন কথা নেই’

বিসিবি প্রশাসনের শীর্ষ আসনে এ নিয়ে দুই সাবেক ক্রিকেটার টানা দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিসিবির অন্যান্য দায়িত্বে আছেন দেশের সাবেক ক্রিকেটাররা। তবে পুরোদস্তুর ক্রিকেটার হয়েও বিসিবির তেমন কিছু পরিবর্তন করতে পারেননি। বরং অনেকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও যেন বিসিবি কর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকেছেন। গতকাল বগুড়ায় নিজ গ্রামে ঈদ উদযাপন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনই কথা জানিয়েছেন তিনি।

বিসিবির নতুন সভাপতি আমিনুলকে নিয়ে করা প্রশ্নে মুশফিক বলেন, এর আগে যারা (বিসিবিতে) ছিলেন, অনেকেই তো পুরোদোস্তর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর ওরকম করে আসলে বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন।’

‘আশা করব উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়’- যোগ করেন মুশফিক।

এমআই