Advertisement
Us Bangla Airlines
শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছে সোহানরা

শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছে সোহানরা

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ১৫:৫২

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে গত মৌসুমে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ এইচপি দল। শিরোপা জয়ের লক্ষ্যে চলতি আসরে বাংলাদেশ ‘এ’ দল পাঠাচ্ছে বিসিবি। দলটির নেতৃত্বে রয়েছেন নুরুল হাসান সোহান। আগামীকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর আগে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন সোহান। মিরপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জয়ের বার্তাই দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। শেখার পাশাপাশি শিরোপা জয়ের প্রত্যয় ঝরেছে সোহানের কণ্ঠে।

ব্যাট হাতে ফের সোহানের ঝলক, জিতল সৌম্য-শামীমরা

তিনি বলেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব—এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট—সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ২৩ মাস খেলা হয়নি সোহানের। তবুও লাল-সবুজের জার্সিতে ফেরার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলে ফেরা নিয়ে সোহান বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ। আমার ভাগ্যে যা আছে, সেটাই হবে। তবে যদি সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

সোহান-অঙ্কনের উদ্দেশ্যে যা বললেন বিসিবির সাবেক নির্বাচক

জাতীয় দলে খেলা সোহানের মূল লক্ষ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি একটা কথা পরিষ্কার করতে চাই— আমার প্রথম পছন্দ কখনোই গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। অনেকে বলেন, আমি নাকি গ্লোবাল টি-টোয়েন্টি খেলব বলেই জাতীয় দলে ছিলাম না। কথাটা একেবারেই সত্য নয়।’

তিনি বলেন, ‘আমি চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম, কিন্তু শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পাইনি। ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে মনে করেছি গ্লোবাল টি–টোয়েন্টিতে খেলাটা ভালো হবে। জাতীয় দলই সবসময় আমার প্রথম প্রায়োরিটি। শুধু আমি না, সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা সত্য।’

এমআই