
ভারতীয় পেসারকে ছাড়িয়ে পাকিস্তানি শাহিনের বিশ্বরেকর্ড
খেলা ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৮:৪৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রতি উইকেট তুলতে মাত্র ১২ বল হাত ঘুরিয়েছেন শাহিন। তবে একই ম্যাচে ভারতের তারকা পেসার শামিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড করেছেন এই পাকিস্তানি।
ওয়ানডেতে ৬৫ ম্যাচে মোট ১৩১ উইকেট শিকার করেছেন শাহিন শাহ আফ্রিদি। ৬৫ ওয়ানডেতে এত বেশি উইকেট নেওয়ার রেকর্ড নেই আর বিশ্বের কোনো বোলারের। শাহিনের আগে ৬৫ ওয়ানডেতে সর্বোচ্চ ১২৯ উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল দুজনের। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের রশিদ খান এই রেকর্ড করেছেন।
তবে ১৩১টি উইকেট শিকার করতে মাত্র ২৫.৪ বল হাত ঘুরাতে হয়েছে শাহিনকে। টেস্ট খেলুড়ে দেশের হয়ে কমপক্ষে ১০০ ওয়ানডে উইকেট নেওয়া বোলারদের মধ্যে এটাই সবচেয়ে কম বল খরচে উইকেট পাওয়ার রেকর্ড। ক্রিকেটীয় ভাষায় যা বোলিং স্ট্রাইক রেট।
এর আগে ওয়ানডেতে বোলিং স্ট্রাইক রেটে এগিয়ে ছিলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। ৫০ ওভারের ক্রিকেটে ইতোমধ্যে ২০৬ উইকেট শিকার করা শামি প্রতি উইকেট তুলতে গড়ে ২৫.৮ বল হাত ঘুরিয়েছেন। শামির দখলে থাকা সেই রেকর্ডটি আজ ছিনিয়ে নিয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।
Shaheen Afridi made a strong ODI comeback with 4-51 against the West Indies
শাহিনের রেকর্ড গড়ার দিনে অবশ্য জয় পেয়েছে তার দল। টানা ৬ ম্যাচ পর ওয়ানডেতে জয়ের মুখ দেখেছে পাকিস্তান। এর আগে কিউই সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।
এমআই