Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে বাড়ছে প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়নরা?

ডিপিএলে বাড়ছে প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়নরা?

খেলা ডেস্ক

০৯ আগস্ট ২০২৫, ২০:৩৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের আগের চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩ লাখ টাকা বাড়িয়ে ১৫ লাখ করা হতে পারে। সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়া আবাহনী ক্লাব পেয়েছিল ১২ লাখ টাকা।

শুধু চ্যাম্পিয়ন নয়, রানার্সআপের প্রাইজমানিও বাড়ছে। রানার্সআপ প্রাইজমানি ১০ লাখ ৮০ হাজার টাকাকে বাড়িয়ে ১২ লাখ করার প্রস্তাব দেয়া হয়েছে। বিসিবির সভা শেষে এর আনুষ্ঠানিক তথ্য জানা যাবে। এছড়া ডিপিএলের দল সাজাতে ক্লাব থেকে দ্বিগুণ টাকা পাবে দলগুলো।

ঢাকা প্রিমিয়ার লিগে বর্তমানে দল সাজাতে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পায় কোনো দল। আগামী মৌসুমে সেটা দ্বিগুণ করে ৩০ লাখ টাকা করা হবে। এ ছাড়া জার্সির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হচ্ছে। জার্সি বানাতে আগে ২ লাখ টাকা দেয়া হলেও সেটা আগামী ৩ লাখ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।

নাসুমের ক্যামিওতে ‘ফাইনালে’ মোহামেডান

এদিকে ডিপিএলে দুইজন বিদেশি ক্রিকেটার খেলানোর অনুরোধ জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চিঠি দিয়েছে বেশ কয়েকটি ক্লাব। দ্রুতই এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে বিসিবি। সভা শেষে এ নিয়ে চূড়ান্ত খবর জানা যাবে।

সবঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল। তবে নির্বাচনের কারণে সময়ক্ষণে পরিবর্তন আসবে কি না, তা এখনো জানা যায়নি। যদিও এর আগে ডিপিএল নিয়ে সব আনুষ্ঠানিকতা সারতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই