
চার ইনিংসে ২৩ রান করেও ফের সুযোগ পাচ্ছেন বিজয়!
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৬:৩৯
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মন্দ করেননি টাইগার ব্যাটাররা। প্রথম ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শতকের দেখা পেয়েছিলেন মুশফিক, লিটনও ফিরেছেন নার্ভাস নাইনটিতে। ব্যাটারদের ভালো করার ম্যাচে ডাহা ব্যর্থ ছিলেন ওপেনার এনামুল হক বিজয়।
প্রথম ম্যাচে ০ ও ৪ এবং দ্বিতীয় ম্যাচে ০ ও ১৯ রান করেছিলেন তিনি। টেস্টে চার ইনিংস ব্যাট করে মাত্র ২৩ রান করেছিলেন ওপেনার বিজয়। তবুও এই ক্রিকেটারের ওপর আস্থা হারাচ্ছেন না নির্বাচকেরা। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর আগামী ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের মাধ্যমে আবারও নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সংগ্রামরত বিজয়।
চার দিনের ম্যাচ খেলতে বিজয়ের সঙ্গে আরও পাঁচজন খেলোয়াড় দেশ ছাড়বেন। তারা হলেন ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ। দুই ধাপে তারা ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, পেসার হাসান মাহমুদ, যিনি বর্তমানে টি-টোয়েন্টি দলে আছেন, চার দিনের ম্যাচেও খেলবেন তিনি। ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলামও চারদিনের ম্যাচে সুযোগ পেতে পারেন।
এমআই