
সাইমন টোফেলের এখনো না আসার কারণ জানা গেল
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৩:০৮
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রায়ই বিতর্ক উঠে। এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুদিন আগে একটি বড় পরিকল্পনার ঘোষণা দেয়। গত মাসে অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে বিসিবির সঙ্গে যুক্ত করা হবে।
শুধু টোফেলই নন, তার গঠিত একটি প্রশিক্ষক দলও বাংলাদেশে এসে দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণ দেবে এবং ভবিষ্যতের প্রশিক্ষক হিসেবে গড়ে তুলবে। যদিও পরিকল্পনার সব দিক প্রায় চূড়ান্ত, তবু অর্থসংক্রান্ত বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
টোফেল তিন বছরের চুক্তির জন্য ২ লাখ ৭৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা, দাবি করেছেন। আর তার পুরো দলের জন্য মোট দাবি ৬ লাখ ৮৫ হাজার ডলার, যা প্রায় ৮ কোটি ৩২ লাখ টাকার মতো। তবে বিসিবি এত বড় অঙ্কে চুক্তি করতে রাজি হয়নি এবং প্রস্তাবিত অর্থের অর্ধেক দেওয়ার প্রস্তাব দিয়েছে।
বিসিবির পরিচালক ও আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা এখনও টোফেলের সঙ্গে চুক্তির বিষয়ে কাজ করছি। তিনি যে পরিমাণ অর্থ চেয়েছেন, আমরা তার অর্ধেক দেওয়ার প্রস্তাব দিয়েছি। এখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি দেখছেন। আশা করছি শিগগিরই ভালো কিছু জানাতে পারব।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে সাইমন টোফেলকে নিয়ে বলেন, ‘তাঁর চুক্তির ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলাম, আমাদের কী আছে, কী নেই। তাঁকে আমরা কী কাজে লাগাতে পারি। আর আমাদের এই বিনিয়োগে কী লাভ হবে। দিন, মাসের হিসাব করে তাঁকে আমরা একটা ভালো ডিসকাউন্টে রাজি করিয়েছি।’
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন সাইমন টোফেল। অবসরের পর থেকে তিনি বিশ্বজুড়ে আম্পায়ার উন্নয়ন ও প্রশিক্ষণে যুক্ত রয়েছেন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরেই তাকে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন।
এমআই