Advertisement
Us Bangla Airlines
অনুশীলন বাতিল, বুলবুলের সঙ্গে বৈঠক করবেন ক্রিকেটাররা

অনুশীলন বাতিল, বুলবুলের সঙ্গে বৈঠক করবেন ক্রিকেটাররা

খেলা ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ১৩:০২

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট ফিটনেস ক্যাম্প করেছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর মিরপুরে স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সবশেষ অনুশীলন করার কথা ছিল লিটনদের। তবে সেটা বাতিল হয়েছে।

জানা গেছে, আজই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বোর্ড সভাপতির। 

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটেই সিলেটের বিমান ধরবেন ক্রিকেটাররা।

আগামী ২০ আগস্ট থেকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে সিলেটে আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। এর আগে গেল শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয় লিটন কুমার দাসদের মূল অনুশীলন। সেদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন ক্রিকেটাররা।

এমআই