Advertisement
Us Bangla Airlines
শিগগিরই এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, থাকবেন সোহান?

শিগগিরই এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, থাকবেন সোহান?

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৬:২৯

এশিয়া কাপ সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। চলতি আগস্টের শুরুতে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেও এখনো চূড়ান্ত স্কোয়াড জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ তবে কাল-পরশুর মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল জমা দিতে হবে। এর আগেই স্কোয়াড ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও এশিয়া কাপের স্কোয়াডে তেমন কোনো চমক রাখবে না বিসিবি। তবে নুরুল হাসান সোহান থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সোহান। যদিও ২০২৩ সালের ডিসেম্বরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন। ফলে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সোহান।

বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেখানে খেলতে যাওয়ার আগে সোহান বলেছিলেন, ‘যে যোগ্য, যে ভালো করছে; সে-ই জাতীয় দলে সুযোগ পাওয়ার অধিকার রাখে।’ তাতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সও আসতে পারে বিবেচনায়।

অস্ট্রেলিয়ার ডারউনে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই ‘এ’ দলের সোহান। শুরুর তিন ম্যাচে যথাক্রমে ২২, ৫ ও ১৪ রান করেছেন তিনি। তবে গতকাল নর্দার্ন স্ট্রাইকার্সের বিপক্ষে ২৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। জাতীয় দলে ফিরতে বাকি ম্যাচগুলোতেও সোহানকে ছন্দে থাকতে হবে।

এমআই