Advertisement
Us Bangla Airlines
বিসিবির নির্বাচন নিয়ে মাহবুব আনামের নয়ছয়

বিসিবির নির্বাচন নিয়ে মাহবুব আনামের নয়ছয়

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১২:৪১

ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর লম্বা সময় সংগঠকের ভূমিকায় রয়েছেন মাহবুব আনাম। প্রায় ২৪ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে রয়েছেন সাবেক এই ক্রিকেটার। এমনকি বিসিবির পরবর্তী সভাপতি হিসেবেও মাহবুব আনামের নাম রটেছে। তবে আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে গতকাল শিরোনামে ওঠেছেন মাহবুব আনাম।

আচমকা বিসিবি থেকে কেন সরে দাঁড়াচ্ছেন, তা নিয়ে রয়েছে নানান আলোচনা। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নির্বাচন নিয়ে রহস্যময় উত্তর দিয়েছেন মাহবুব আনাম। তার মতে, বিসিবির পরিস্থিতি উন্নতি না হলে তিনি নির্বাচনে দাঁড়াবেন না। তবে পরিস্থিতি ভালো হলে নির্বাচনে অংশ নেবেন কিনা তা পরিষ্কার করেননি।

দেশি কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, যা আলোচনা হলো

মাহবুব আনাম ক্রিকবাজকে বলেন, ‘আমি আগেও বলেছি পরিবেশ-পরিস্থিতির উন্নতি না হওয়া এবং কী ঘটতে চলেছে তা না জানা পর্যন্ত আমি নির্বাচনে অংশ নেব না।’ তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়েও কিছুটা রহস্য রেখে দিয়ে বলেন, ‘যা চলছে আমি মনে করি না যে এর শেষ আছে।’

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে বেশ কিছু বছর ক্রিকেট খেলেছেন মাহবুব আনাম। এরপর ১৯৮৬ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সংগঠক হিসেবে যোগ দেন তিনি। ২০০১ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।

বিকেলে বিসিবির জরুরি সভা, বুলবুলই নতুন সভাপতি?

বিসিবিতে প্রায় ২৪ বছর কাটিয়ে মাহবুব আনাম বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে নিয়োজিত রয়েছেন। এছাড়া সম্প্রতি বিপিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। যদিও সংগঠকের আলোচনা ছাড়িয়ে মাহবুব আনামের বিরুদ্ধে নানান দুনীর্তির অভিযোগ ওঠেছে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের ক্ষমতা কাজে লাগিয়ে মিরপুরে লম্বা সময় গামিনি ডি সিলভাকে কিউরেটর পদে রেখেছেন। এর পেছেনে স্বার্থসংশ্লিষ্ট কারণও রয়েছে বলে অভিযোগ রয়েছে। শ্রীলঙ্কা ব্যবসায় রয়েছে মাহবুব আনামের, তা নাকি পরিচালনা করেন গামিনি ডি সিলভার পরিবার।

রাজশাহীতে বিপিএল আয়োজন নিয়ে যা বলছে বিসিবি 

এছাড়া ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ক্রয় করার জন্য আবেদন করেছেন মাহবুব আনাম। এমনকি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি পৃথক মামলায় আসামি হয়েছেন তিনি। প্রচলিত এমন অভিযোগের গুঞ্জনে হয়তো বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এই পরিচালক।

এমআই