
ক্রিকেটার খুঁজতে বরিশালে বিসিবির নতুন আয়োজন
খেলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১১:৫৯
ক্রিকেট বিকেন্দ্রীকরণে নানান উদ্যোগ নিচ্ছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশব্যাপী প্রতিভাবান ক্রিকেটারের খোঁজে ইতোমধ্যে শুরু হয়েছে পাইলট প্রোগ্রাম। সম্প্রতি রাজশাহীতে এই প্রোগ্রাম শেষ করার পর এবার বরিশাল বিভাগে চলছে বিসিবির পাইলট প্রোগ্রাম।
আগামী ১ সেপ্টেম্বর থেকে পিরোজপুরে শুরু হবে বরিশাল বিভাগের ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বরিশাল বিভাগের ছয়টি জেলা—বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। প্রতিটি দলেই থাকবেন ১৫ জন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার।
এদের মধ্যে ৫ জন অনূর্ধ্ব-১৫ এবং ৬ জন অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড়কে একাদশে অন্তর্ভুক্ত করতে হবে। মূল লক্ষ্য হচ্ছে—যেসব প্রতিভাবান খেলোয়াড় পূর্বে সুযোগ পাননি, তাদের আবারও মঞ্চে ফেরার সুযোগ দেওয়া। এই আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত।
The BCB Game Development organised a Coaches Workshop in Barishal today. Former Bangladesh stars Mohammad Rafique, Javed...
Posted by Bangladesh Cricket : The Tigers on Saturday, August 16, 2025
হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘আমরা আরও ক্রিকেটার খুঁজে বের করার চেষ্টা করছি। তবে ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার বিষয়টিই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’
সাবেক ক্রিকেটারদের মতে, স্থানীয় কোচরাই ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার মূল চালিকাশক্তি। তাই বরিশালে স্থানীয় কোচদের সঙ্গে বসে কাজ করেছেন তারকারা। মেহরাব হোসেন অপি বলেন, ‘স্থানীয় কোচদের সাহস ও অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম। যেন তারা উঠতি খেলোয়াড়দের ঠিকভাবে পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারেন।’
এর আগে রাজশাহী বিভাগে এই টুর্নামেন্ট সম্পন্ন করেছে বিসিবি। যেখানে তানভীর হোসেন দ্বীপ নামের প্রতিভাবান এক বাঁহাতি পেসারের অনুসন্ধান পেয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
এমআই