
ফিক্সিং কাণ্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির!
খেলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১২:২৯
দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মিনহাজুল আবেদীন সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনুষ্ঠিত এক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগে তাকে কমপক্ষে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)।
সংস্থাটির প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিনহাজুল আবেদীন সাব্বির এক সন্দেহভাজন বুকির সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি রিপোর্ট না করে বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার একাধিক ধারা লঙ্ঘন করেন। এসিইউর দীর্ঘ তদন্ত শেষে বিষয়টি উঠে এসেছে এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সত্য বলে প্রতিয়মান হয়েছে।
ডিপিএলের সবশেষ আসরে গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এমন কাণ্ড ঘটান সাব্বির। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকাকালে শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল সাব্বির যেভাবে আউট হন, তা ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, উইকেটরক্ষক স্টাম্প ভাঙার আগেই সাব্বির ব্যাট লাইনে রাখার ভান করে আবার তা সরিয়ে নেন এবং তৎক্ষণাৎ স্ট্যাম্পিং আউট হন। এই আউটের পর শাইনপুকুর ম্যাচটি হেরে যায়। ঘটনাটি নজরে আসে বিসিবির।
ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সরব হন এবং বিসিবি শাস্তির হুঁশিয়ারি দেয়। সেই সঙ্গে জানায়, তারা তদন্ত শুরু করবে। এমনকি ক্রিকেটে সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুর্নীতি বা অসদাচরণের বিষয়ে তাদের ‘জিরো টলারেন্স’ বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শেষ পর্যন্ত, সেই বিতর্কিত আউটের সূত্র ধরে ফাঁস হয়ে যায় একটি সম্ভাব্য ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। এতেই সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে।
এমআই