
১৪৪৬ দিন পর ওয়ানডে দলে ফিরছেন ব্রেন্ডন টেইলর
খেলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৪:০৬
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ২৯ ও ৩১ আগস্ট জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ১৪৪৬ দিন পর ওয়ানডে দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর।
২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই বছরেই আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেইলর। গত ২৫ জুলাই দীর্ঘ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এরপরই জাতীয় দলে ফিরেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে গেল মাসে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন ৩৯ বছর বয়সী ব্রেন্ডন টেইলর। এবার ডাক পেলেন ওয়ানডে দলেও। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রয়েছেন তিনি। দিনের হিসেবে ১৪৪৬ দিন পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন এই ক্রিকেটার।
জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রেন্ডন টেইলর। ২০৫ ম্যাচে করেছেন ৬৬৮৪ রান। টেইলর ওপরে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার এন্ডি ফ্লাওয়ার। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ২১৩ ম্যাচে ৬৭৮৬ রান করেছেন তিনি। মাত্র ১০৩ রান করলেই ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন টেইলর।
টেইলরের ওয়ানডেতে ফেরা প্রসঙ্গে জিম্বাবুয়ের নির্বাচক প্যানেলের সদস্য কনভেনার ডেভিড মুটেনডেরা বলেন, ‘টেইলরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাপের মুহূর্তে। ড্রেসিংরুমে তার উপস্থিতি দলকে শক্তি জোগাবে।’ টেইলর ছাড়াও দলে ফিরেছেন ক্লাইভ মাদান্দে, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স ও আর্নেস্ট মাসুকু।
একনজরে জিম্বাবুয়ের স্কোয়াড
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাদেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।
এমআই