
২৩ বছরের পুরোনো রেকর্ডে নাম লেখাল নিউজিল্যান্ড
খেলা ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৭:৫৪
নিউজিল্যান্ডের রান পাহাড়েই যেন চাপা পড়েছে জিম্বাবুয়ে। কিউইদের তিন ব্যাটারের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে রীতিমতো অসহায় লাগছিল। আবার হেনরি-ফোকসের বোলিং তোপে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে স্বাগতিকেরা। তাতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
সাদা পোশাকের ক্রিকেটে এত বড় দেখা গিয়েছিল প্রায় ২৩ বছর আগে। ২০০২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৩৬০ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২৩ বছর পর আজ শনিবার ইনিংস ও সাড়ে তিনশ রানের ব্যবধানে টেস্ট ম্যাচ হার দেখা গেল। কিউই বোলারদের তোপে মাত্র আড়াই দিনে শেষ হয়েছে এই ম্যাচ।
New Zealand make it 2-0 with a monster win
Posted by ESPNcricinfo on Saturday, August 9, 2025
শুধু তাই নয়, জিম্বাবুয়ের নিজেদের ইতিহাসে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি রানে পরাজয়ের রেকর্ডও এটি। এর আগে ২০১২ সালে নেপিয়ারে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩০১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। কিউইরাই এর আগে ২০০৫ সালে হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল ইনিংস ও ২৯৪ রানে।
রেকর্ড হারের এই ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছিল জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের আগুনে বোলিংয়ে স্বাগতিকেরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১২৫ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন ১৪২৪ দিন পর বাইশ গজে ফেরা ব্রেন্ডন টেলর। ১০৭ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ১৫ ওভারে ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট। জাকারি ফুকস ও ম্যাট ফিশার নিয়েছেন ৪ ও ১ উইকেট। ডাফি-ফুকসের মতো ফিশারের এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছে।
Test series win in Bulawayo!
জিম্বাবুয়েকে প্রথম দুই সেশনেই উড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। রোডেশিয়ান বোলারদের শুরু থেকেই তুলোধুনো করেছিলেন সফরকারী। ইনিংস ঘোষণা করার আগে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬০১ রান করেছিল নিউজিল্যান্ড। দলটির হয়ে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রাচীন রবীন্দ্র যথাক্রমে ১৫৩, ১৫০ ও ১৬৫ রান করেছিলেন।
সেঞ্চুরি করা তিন ব্যাটারের মধ্যে একমাত্র কনওয়েই আউট হয়েছেন। বাকি নিকোলস ও রাচীন ছিলেন অপরাজিত। ৬০১ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গোয়ান্দু, ভিনসেন্ট মাসেকেসা নিয়েছেন একটি করে উইকেট।
Santner & Co make it clean sweep
তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। মাত্র ৫.৫ ওভারে ৩ উইকেটে হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। এরপর নিয়ম মেনে আসা-যাওয়ার মিছিল করছিল স্বাগতিকেরা। তাতে ১১৭ রানের মাথায় সব উইকেট হারায় ক্রেগ ইরভিনের দল।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে অপরাজিত ৪৭ রান করেছেন নিক লিচ। অন্যদিকে, বল হাতে ৫ উইকেট শিকার করেছেন কিউই পেসার জ্যাকরি ফকস।
টেস্টে বেশি ব্যবধানে পরাজয়ের ৫ ইনিংস
দল | জয়ের ব্যবধান | প্রতিপক্ষ | ভেন্যু | বছর |
---|---|---|---|---|
ইংল্যান্ড | এক ইনিংস ও ৫৭৯ রান | অস্ট্রেলিয়া | দ্য ওভাল | ১৯৩৮ |
অস্ট্রেলিয়া | এক ইনিংস ও ৩৬০ রান | দক্ষিণ আফ্রিকা | জোহানেসবার্গ | ২০০২ |
নিউজিল্যান্ড | এক ইনিংস ও ৩৫৯ রান | জিম্বাবুয়ে | বুলাওয়েও | ২০২৫ |
ওয়েস্ট ইন্ডিজ | এক ইনিংস ও ৩৩৬ রান | ভারত | কলকাতা | ১৯৫৮ |
অস্ট্রেলিয়া | এক ইনিংস ও ৩৩২ রান | ইংল্যান্ড | ব্রিসবেন | ১৯৪৬ |
এমআই