Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের দলে কাকে নিয়ে সাধুবাদ পেলেন নির্বাচকেরা?

এশিয়া কাপের দলে কাকে নিয়ে সাধুবাদ পেলেন নির্বাচকেরা?

খেলা ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১৬:৩০

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ডিপিএল, বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের সবখানেই ব্যাট হাতে আলো কেড়েছিলেন এই ক্রিকেটার। কিন্তু তাতেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না সোহান। অবশেষে প্রায় তিন বছর পর এশিয়া কাপের মাধ্যমে জাতীয় দলে ফিরছেন তিনি।

সোহানের মতো ঘরোয়া লিগে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান। বিপিএলের গত আসরে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১১৯.০৭ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে ৩০৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ১৫ ম্যাচে করেছিলেন ৫৪৫ রান।

ব্যাট হাতে পারফর্ম করায় সোহানের মতো এশিয়া কাপে জায়গা পেয়েছেন সাইফ হাসানও। জাতীয় দলের স্কোয়াডে এই দুই ক্রিকেটারকে দেখে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ রাজিন সালেহ। এমনকি সোহান-সাইফকে দলে নেওয়ায় নির্বাচকদের সাধুবাদ দিয়েছেন তিনি।

রাজিন বলেন, ‘নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।’

এশিয়া কাপের আগে ৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ডাচদের বিপক্ষে খেলে এশিয়া কাপের জন্য উড়াল দেবেন লিটন দাসরা।

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভবনা নিয়ে রাজিন বলেন, ‘আমি বলতেছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন। আমি মনে করি যে অনেক অভিজ্ঞ দল এখন।’

এমআই