Advertisement
Us Bangla Airlines
৬২ রানে অলআউট হয়ে ঢাকা মেট্রোর ৩ রেকর্ড

৬২ রানে অলআউট হয়ে ঢাকা মেট্রোর ৩ রেকর্ড

খেলা ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে উড়ন্ত সূচনা পেয়েছিল ঢাকা মহানগর। গ্রুপ পর্ব শেষে অপরাজিত ঢাকা মেট্রো ‘সাতে সাত’ শিরোনামেও প্রশংসিত হয়েছিল। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে টুর্নামেন্টে প্রথমবারের মতো হোঁচট খায় নাইম শেখের দল। স্বল্প রানের ম্যাচে রংপুরের কাছে ৪ উইকেটে হারে ঢাকা মহানগর। 

গ্রুপ পর্বে অপরাজিত হওয়ায় রংপুরের কাছে হেরেও ফাইনালে খেলার সুযোগ ছিল নাইম শেখদের সামনে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে তারাই ফাইনালের টিকেট অর্জন করে। শিরোপা জেতার ম্যাচে ঢাকা মেট্রোর সঙ্গী সেই রংপুর। এমনকি কোয়ালিফায়ারে হোঁচট খাওয়া দলের সাথে তিন লজ্জার রেকর্ড গড়লো নাইম-রাকিবুলরা।

ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেওয়া আকবর আলীকে যথার্থ প্রমাণ করেছে তার বোলাররা। ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু যেন তাণ্ডব চালিয়েছেন। দুজনে মিলে ১৬ রানেই তুলে নিয়েছেন ঢাকার প্রথম ৫ উইকেট। যা এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে ৫ উইকেট হারানোর রেকর্ড।

মুগ্ধ-বাবুর বোলিং তাণ্ডবে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে ঢাকা মহানগর, এটিও টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

বাংলাদেশে কোনো স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের এই প্রথম কোনো দল ১০০ রানের নিচে অলআউট হলো। ২০১৬ সালের বিপিএল ফাইনালে রাজশাহী কিংস ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৩ রানে অলআউট হয়েছিল। তাতে ফাইনাল ম্যাচে দলীয় সংগ্রহের তলানিতে জায়গা নিল ঢাকা মহানগর।

এদিকে ঢাকা মেট্রোকে জবাব দিতে নেমে ভালো অবস্থানে নেই রংপুরও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়েছে আকবর আলীর দল।

এমআই