Advertisement
Us Bangla Airlines
৩৩৯ রানের ম্যাচে জয় পেল সৌম্যরা

৩৩৯ রানের ম্যাচে জয় পেল সৌম্যরা

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ১২:২৮

নেদারল্যান্ডস সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগার ক্রিকেটাররা। সিলেটে গতকাল দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। ৩৩৯ রানের প্রস্তুতি ম্যাচে সৌম্য, জাকের আলীদের ব্যাটিংয়ের কল্যাণে ৬৭ রানের জয় পেয়েছে বিসিবির সবুজ দল। 

সিলেটে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে বিসিবি সবুজ দল। রান সংগ্রহে শুরুতে শক্ত ভিত গড়েন ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ও ফিনিশিং রোলে খেলা জাকের আলী। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৬ রানে অলআউট হয় লাল দল। 

বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন তারা। তবে শান্ত ইনিংস বড় করতে পারেননি। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মাহফিজুল। দ্বিতীয় উইকেটে সৌম্যকে সঙ্গে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মাহফিজুল। এই জুটি ভাঙেন তাওহীদ হৃদয়। ৭ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন মাহফিজুল।

মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও। খালেদের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করেন তিনি। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের।

খরুচে হলেও লাল দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন পেসার খালেদ আহমেদ। অন্যদিকে, মোস্তাফিজ এক উইকেট পেলেও ৩ ওভারে খরচ করেছেন মোটে ১২ রান।

লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি লাল দল। এক অঙ্কের ঘরে উইকেট হারিয়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (১) ও তানজিদ হাসান তামিম (৮)। তিনে নেমে লিটন খেলেছেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। মিডলঅর্ডারে নজর কেড়েছেন তাওহীদ হৃদয়, ২৭ বলে করেছেন ৫৬ রান।

তবে লিটন-হৃদয় ছাড়া লাল দলের কেউই রানের দেখা পাননি। তাতে ১৩৬ রানেই গুটিয়ে যায় লিটনদের ইনিংস। সবুজ দলের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

এমআই