Advertisement
Us Bangla Airlines
টানা তিন সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন বুলবুল 

টানা তিন সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন বুলবুল 

খেলা ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

শ্রীলঙ্কা দিয়ে শুরু, এরপর পাকিস্তান। লঙ্কানদের তাদের মাটিতে আর পাকিস্তানকে ঘরের মাটিতে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা সিরিজেও জয় পেল টাইগাররা। টানা তিনটি সিরিজ জয়ের পর ক্রিকেটারদেরই কৃতিত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘এটার কৃতিত্ব প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ড এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না।’

তিনি বলেন, ‘তিনটা টিম বলতে বোঝাচ্ছি আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগ-আউটে বসে থাকে আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে।’

‘আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সাথে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেল’- যোগ করেন তিনি।

এমআই