Advertisement
Us Bangla Airlines
লিটনের ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পরিত্যক্ত ম্যাচ

লিটনের ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পরিত্যক্ত ম্যাচ

খেলা ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২

সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেলেও বৃষ্টিতে ফসকে গেছে পুরো ম্যাচ। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দুই দফায় হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ইনিংসের ১০ বল বাকি রেখেই মাঠ ছেড়েছেন জাকের আলী ও নুরুল হাসান সোহান। পরে ডিএল মেথডে ম্যাচের ফলাফলের সুযোগটুকুও দেয়নি সিলেটের বৃষ্টি। ফলে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। তবে ব্যাট করার ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীরা।

আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিতে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।

নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।

বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর উইকেট কিছুটা স্লো হয়। তাতে রান তুলতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। তারপরও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন লিটন। বৃষ্টির পরপরই ব্যাক্তিগত ফিফটির দেখা পান তিনি। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক।

শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়েছেন লিটন দাস। ১৪ বলে ৯ রান করেছেন তাওহীদ হৃদয়। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান।  শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান ও জাকের আলি। সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকেছেন, আর জাকেরের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ২০ রান।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ডসকে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচেই নিয়মিত রান করা লিটন পেয়েছেন সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার।

এমআই