Advertisement
Us Bangla Airlines
ফিটনেস টেস্টে আবারও ফেল সোহাগ গাজী ও নাইম ইসলামরা

ফিটনেস টেস্টে আবারও ফেল সোহাগ গাজী ও নাইম ইসলামরা

খেলা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সামনে রেখে ফিটনেস টেস্ট দিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তবে এবারও আশানুরূপ ফল করতে পারেননি অনেকেই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হওয়া ১৬০০ মিটার দৌড়ে সোহাগ গাজী, নাইম ইসলামদের মতো সিনিয়ররা এবারও ফেল করেছেন।

গত দুই দিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে। ১৬০০ মিটার দৌড়ে সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাই বেঞ্চমার্ক বা ন্যূনতম টাইমিং করতে পারেননি। অ্যাথলেটিক্স ট্র্যাকে চার পাকে ন্যূনতম সময় বেঁধে দেওয়া হয়েছিল ৬ মিনিট ৪০ সেকেন্ড।

বরিশালের সোহাগ গাজী ৭ মিনিট ৫০ সেকেন্ড, খুলনার জিয়াউর রহমান ৭ মিনিট ৫০ সেকেন্ড, রংপুরের নাঈম ইসলাম ৭ মিনিট ৫০ সেকেন্ড মিনিট সময় নেন। সবচেয়ে বেশি ৮ মিনিট ৫০ সেকেন্ড মিনিট সময় নিয়েছেন নাবিল সামাদ। ফিটনেস টেস্টে পাস করতে ব্যর্থ হয়েছেন রংপুরের তানভির, বরিশালের তৌহিদুল ও শেখ অন্তররা।

পরীক্ষকদের ভাষ্য অনুযায়ী, সিনিয়রদের কেউই বেঞ্চমার্ক ছুঁতে পারেননি। তবে রাজশাহীর কিছু তরুণ ক্রিকেটার টাইমিংয়ে ভালো করেছেন বলে জানিয়েছেন ট্রেনাররা। এর মধ্যে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটার আদ্রিতো ঘোষ ৫ মিনিট ৩০ সেকেন্ডেই ১৬০০ মিটার দৌড়েছেন।

এদিকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে খেলা সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং অস্ট্রেলিয়া থেকে ফেরা মুমিনুল হক ও সাদমান ইসলাম এখনো টেস্ট দেননি।

এমআই