Advertisement
Us Bangla Airlines
বুলবুল-তামিমদের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

বুলবুল-তামিমদের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

খেলা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন কিছুটা আলোচনার বাইরে চলে গিয়েছিল। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, হয়তো এবার নির্বাচন না করে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করতে যাচ্ছে বোর্ড। 

গত সপ্তাহে সিলেটে বিসিবি সেই জল্পনা পুরোপুরি নাকচ করে দিয়েছে। নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে—এমন ঘোষণা দিয়েছে সংস্থাটি। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিবিধান অনুযায়ী কমিশনটি পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে। 

তিন সদস্যের এই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। অন্য দুই সদস্য হলেন—বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান মো. সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

গত ১ সেপ্টেম্বর বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সেই হিসেবেই এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঠিক চার বছর পর, নিয়মমাফিক। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে বোর্ড কার্যত জানিয়ে দিল—নিয়ম, গঠনতন্ত্র ও স্বচ্ছতা মেনেই হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

এমআই