Advertisement
Us Bangla Airlines
কোহলির ধাক্কা-বিতর্ক নিয়ে যা বলল অজি ক্রিকেট বোর্ড

কোহলির ধাক্কা-বিতর্ক নিয়ে যা বলল অজি ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শুরুতে ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করেছিলেন অভিষিক্ত অজি ক্রিকেটার স্যাম কনস্টাস। স্কুপ, রিভার্স স্কুপে বুমরাদের কাঁপন ধরিয়ে দেওয়া এ তরুণকে সহ্য করতে পারেননি স্বয়ং বিরাট কোহলি। তাতেই  ম্যাচের দশম ওভারে ইচ্ছাকৃতভাবে ১৯ বছর বয়সী ক্রিকেটারকে ধাক্কা মেরে বসেন ৩৬ বছর বয়সী বিরাট।

কোহলির এমন অযাচিত আচরণকে ভালো চোখে দেখেনি ক্রিকেট বিশ্লেষকেরা। এমনকি ম্যাচের ওই মুহূর্তে থাকা ধারাভাষ্যকাররা তাৎক্ষনিক এমন আচরণের সমালোচনা করেছেন। ভারতের সাবেক ক্রিকেটাররাও বিরাটের এমন আচরণকে প্রশ্নবিদ্ধ করতে পিছপা হননি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। 

কোহলির এমন আচরণ কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘ঘটনাটা দেখতে ভাল লাগেনি। সকলেই জানেন, ক্রিকেট মাঠে শারীরিক সংঘাত কখনোই কাম্য নয়। যেটা হয়েছে, ভাল হয়নি। আমার মনে হয়, কোহলি দোষ স্বীকার করে ঘটনার দায় নেবে। বয়স অনুযায়ী কনস্টাস যথেষ্ট পরিণতি বোধ দেখিয়েছে। বলা যায়, আমাদের তরুণ ক্রিকেটার কোহলির আচরণকে কিছুটা করুণার চোখে দেখেছে।’

কোহলির মতো ক্রিকেটার কীভাবে এমন আচরণ করলেন, তা বুঝতে পারছেন না হকলে। ফুটবল বা অন্য খেলার মতো ক্রিকেটে শারীরিক সংঘাতের সুযোগ নেই বলে জানান তিনি। তবুও বাইশ গজে ক্রিকেটীয় লড়াইয়ের এমন বাজে উদাহরণ মেনে নিতে পারছেন অজি ক্রিকেট বোর্ডের এ কর্মকর্তা।

হকলে বলেন, ‘হয়তো এটা দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা বহিঃপ্রকাশ। তবে মাঠে তীব্র ক্রিকেটীয় লড়াই হতেই পারে। তবু বলব, এই ধরনের বিষয় দেখতে ভাল লাগে না।’

অস্ট্রেলিয়ান ওপেনারকে পিচের মাঝে ধাক্কা দেওয়ায় দিন শেষে চার আম্পায়ার কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সেটি আমলে নিয়ে ভারতীয় তারকার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

কোহলিকে দেওয়া শাস্তি নিয়ে অবশ্য নানান বিতর্ক তৈরি হয়েছে। বাজে ও প্রশ্নবিদ্ধ আচরণ থামাতে কোহলির মতো মিলিয়নিয়ার ক্রিকেটারকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়নি বলে মনে করছেন সাবেক তারকার ক্রিকেটাররা। তবে শাস্তির বিষয়টি এড়িয়ে গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। 

তিনি বলেন, ‘এটা ম্যাচ অফিসিয়ালদের ব্যাপার। ম্যাচ অফিসিয়ালেরা প্রত্যেকে যথেষ্ট অভিজ্ঞ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। কোহলি ওর দোষ মেনে নিয়েছে বলেই মনে হয়।’

এমআই