Advertisement
Us Bangla Airlines
তাসকিন-নাহিদদের প্রশংসায় ভাসালেন শাহিন

তাসকিন-নাহিদদের প্রশংসায় ভাসালেন শাহিন

খেলা ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

বিশ্ব ক্রিকেটে স্পিননির্ভর দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। তবে গেল কয়েক বছর ধরে এ প্রথায় পরিবর্তন এনেছে তাসকিন-শরীফুলরা। বোলিং বৈচিত্র আর লাইন-লেন্থের নৈপুণ্যে টাইগার ফাস্ট বোলারদের বাকি দলগুলো ইদানীং সমীহ করে চলছে। দেশের ফাস্ট বোলিং ইউনিটে সবশেষ চমক নাহিদ রানা। এবার তাসকিন-নাহিদদের নিয়ে প্রশংসায় মেতেছেন পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি।

বিপিএলে প্রথমবারের মতো খেলতে গতকাল (শুক্রবার) রাতে বাংলাদেশে এসেছেন শাহিন আফ্রিদি। ঢাকায় পা রাখার পরদিন আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিনি ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন। পরে দলের প্রতিনিধি হয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় বাংলাদেশি পেসারদের নিয়েও কথা বলেছেন এ তারকা বোলার।

তাসকিন-নাহিদদের প্রশংসা করে শাহিন বলেন, ‘বাংলাদেশ এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, যারা লাল বলের ক্রিকেটও খেলবে। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’

বিপিএলে শাহিনকে বড় তারকা হিসেবে মনে করছে টাইগার ভক্তরা। তবে বিষয়টি নিয়ে আপত্তি আছে পাকিস্তানি তারকার। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

এমআই