বিশ্বকাপের ফাইনালে যে দলকে চান সূর্যকুমার
খেলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ২২:০০
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ফাইনাল স্বপ্নও ভাগ করে নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নে সূর্যকুমার জানিয়েছেন, ফাইনালে কোথায় খেলতে চান এবং প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান।
সঞ্চালকের প্রশ্নে সূর্য ১০-১৫ সেকেন্ডের জন্য চুপ থাকেন। এরপর বলেন, ‘ফাইনাল খেলতে চাই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আর প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।’ তার উত্তরের পর উপস্থিত রোহিত শর্মা বলেন, ‘আমি চাই ভারত ফাইনাল খেলুক। প্রতিপক্ষের দিকে মন দিতে চাই না, শুধু চাই ভারত ফাইনাল খেলুক এবং ট্রফি জিতুক।’
ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও ইচ্ছা প্রকাশ করেন, ‘আমি চাই সূর্যরা একটি চাপহীন ফাইনাল খেলুক।’ ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ভারতের ক্রিকেটারদের মনে। এই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জেতার লক্ষ্যও ব্যক্ত করেন সূর্য।
রোহিত শর্মা তার অভিজ্ঞতা তুলে ধরেন, ‘২০২৩ সালের ফাইনালে অহমদাবাদে হারের পর হতাশা ছিল। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় আমাদের জন্য অবিশ্বাস্য আনন্দের ছিল। আমি আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি, এখন আমার ভূমিকা নতুন। উপভোগ করছি, নতুন দেশগুলোর ক্রিকেটও দেখতে চাই।’
হরমনপ্রীত এবং রোহিত দু’জনেই মনে করিয়ে দেন- ঘরের মাঠে বিশ্বজয়ের সুযোগ বিরল। মাঠে গিয়ে তা উপভোগ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা। সূর্যকুমারের স্বপ্নের ফাইনাল ও তার প্রতিপক্ষ নির্বাচনের প্রতি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহের অপেক্ষা এখন যেন আরও বেড়ে গেছে।
এমআই