শততম টেস্টে সেঞ্চুরি করে সুখবর পেলেন মুশফিক
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ২২:১৩
সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজটি মুশফিকুর রহিমের জন্য হয়ে রইল স্মরণীয়। মিরপুর টেস্টে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, আর সেই বিশেষ ম্যাচটিতেই তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। মাঠের এমন উজ্জ্বল পারফরম্যান্সের প্রভাব পড়েছে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে।
বুধবার প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের মধ্যে শীর্ষে উঠে এসেছেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করে ৭ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে এই অভিজ্ঞ ব্যাটার র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন।
মুশফিকের মতোই মিরপুর টেস্টে সেঞ্চুরি করেছেন লিটন দাস। তার ফলও মিলেছে র্যাঙ্কিংয়ে। ৮ ধাপ উন্নতি পেয়ে তিনি উঠে এসেছেন ৩৭তম স্থানে। একইভাবে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন মুমিনুল হক। আর ২ ধাপ এগিয়ে ৭২তম স্থানে অবস্থান করছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়।
শুধু ব্যাটিং নয়, বোলিংতেও এসেছে সুখবর। মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে একাধিক রেকর্ড গড়া তাইজুল ইসলাম ৪ ধাপ এগিয়ে এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তার অবস্থানই এখন সর্বোচ্চ।
মাইলফলকের ম্যাচে সেঞ্চুরি, আর তার সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি। সব মিলিয়ে মুশফিকের জন্য এ সিরিজটি সত্যিই স্মরণীয়।
এমআই