দিবা-রাত্রির টেস্টে ইতিহাস গড়লেন লাবুশেন
খেলা ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১২
অজি ক্রিকেটের নতুন রূপকথা যেন মার্নাস লাবুশেন। ব্রিসবেনের আলো-ছায়ার মিশেলে গোলাপি বল যখন ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছিল, ঠিক তখনই লাবুশেন নিজের ব্যাটে লিখলেন নতুন ইতিহাস। দিবা-রাত্রির টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
গোলাপি বলে লাবুশেনের পরিসংখ্যানটাও অবিশ্বাস্য। মাত্র ১৬ ইনিংসে ৬৬ গড়ে হাজার রানের সীমা অতিক্রম করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৭৮ বলে ৬৫ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
২০১৮ সালে লাল বলে অভিষেকের পর থেকেই লাবুশেনকে ভবিষ্যতের তারকা বলা হতো। এখন ৩১ বছর বয়সেই তিনি খেলেছেন ৬০টি টেস্ট, রান করেছেন সাড়ে ৪ হাজারেরও বেশি। গড় ৪৬ এর ওপরে। ওয়ানডেতে ৬৬ ম্যাচ আর টি-টোয়েন্টিতে একবার মাঠে নামার অভিজ্ঞতাও রয়েছে তাঁর নামে।
তবে গোলাপি বল যেন তার বিশেষ পছন্দ। টেস্ট ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির ৪টিই এসেছে এই দিবা-রাত্রির ফরম্যাটে। আজ ৬৫ রানের প্রাণবন্ত ইনিংস খেলে বেন স্টোকসের বলে থামলেও তার আগেই নাম উঠে গেছে রেকর্ডবুকে। তবে ইতিবাচক ব্যাটিংয়ে লাবুশেন যতটা প্রতিশ্রুতি দেখিয়েছেন, আউটটি ঠিক ততটাই অপ্রত্যাশিত।
এদিকে গোলাপি বলের টেস্টে সর্বাধিক রানের তালিকায় এখন তার পরেই রয়েছেন স্টিভেন স্মিথ (২৫ ইনিংসে ৮২৭), ডেভিড ওয়ার্নার (১৭ ইনিংসে ৭৫২) ও ট্রাভিস হেড (১৬ ইনিংসে ৭৫২)। অ্যাশেজের উত্তাপ বাড়ছে, আর লাবুশেনের ব্যাট যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে আলো ঝলমলে রাতে।
এমআই