Advertisement
Us Bangla Airlines
সিডনি টেস্টে একাদশ থেকে বাদ পড়ছেন রোহিত শর্মা!

সিডনি টেস্টে একাদশ থেকে বাদ পড়ছেন রোহিত শর্মা!

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না ভারত ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার। বাজে ফর্মে গত এক মাস ধরেই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। রান খরায় বেশ সমালোচনার মুখেও পড়েছেন এ ক্রিকেটার। ভারতের ক্রিকেট পাড়ায় রোহিতের অবসর প্রসঙ্গই এখন সবচেয়ে চর্চিত বিষয়। এর মাঝে গুঞ্জন রটেছে, সিডনি টেস্ট খেলেই অবসর নিতে পারেন রোহিত শর্মা। এবার বিষয়টিকে যেন আরও উসকে দিয়েছেন কোহলিদের কোচ গৌতম গম্ভীর।

সিডনি টেস্টের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আসরে দুটি চেয়ার রাখা ছিল। শেষবার যখন এ রকম হয়েছিল, তখন রোহিতের পাশে বসে অবসরের ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার একত্রে দুই চেয়ার দেখে রোহিতের অবসরের বিষয়টি আরও জোরালো হয়ে উঠেছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে গম্ভীর একাই সংবাদ সম্মেলনে এসেছেন।

৪৭ বছরের পুরনো লজ্জার রেকর্ড ভেঙে শীর্ষে রোহিত!

সংবাদ সম্মেলনে রোহিতের অনুপস্থিতি নিয়ে গম্ভীর বলেছেন, ‘রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ বাজে ফর্মে থাকা রোহিত সিডনিতে খেলবেন কি না, এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ‘এই মাত্র বলেছি আমরা উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করব। উত্তরটা তাই বদলাচ্ছে না।’

পারফরম্যান্সের কথা বিবেচনায় নিলে সিডনি টেস্টে ভারতের অধিনায়ক রোহিতের দলে থাকার সুযোগ নেই। চলতি সিরিজে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করে ৬.২০ গড়ে ৩১ রান করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড় এখন তাঁর। এমনকি গত ১০ ইনিংসে ১০ বার সিঙ্গেল ডিজিট বা একক সংখ্যায় আউট হয়েছেন তিনি। 

মিরাজ-মুমিনুল থেকেও পিছিয়ে রোহিত শর্মা!

টেস্টে প্রথম ৭ ব্যাটারদের হয়ে এক সেশনে রোহিতের থেকে বেশি একক সংখ্যায় আউট হয়নি বিশ্বের কোন ক্রিকেটার। এর আগে এক সেশনে ৯ বার একক সংখ্যায় আউট হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রেগ সার্জেন্ট। সেটাও ১৯৭৭-৭৮ সেশনে, সময়ের হিসাবে তা-ও প্রায় ৪৭ বছর আগের ঘটনা।

এদিকে রোহিতদের ড্রেসিংরুমে বিরোধের সূত্রপাত ঘটেছে বলেও খবর চাউর হয়েছে। কোচ গৌতম গম্ভীরও নাকি বলেছেন ‘অনেক হয়েছে...।’ সিডনি টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে খোলামেলা কথা বলেন ভারতের প্রধান কোচ গম্ভীর। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে যতক্ষণ পর্যন্ত সৎ মানুষেরা থাকবেন, ভারতের ক্রিকেট নিরাপদেই থাকবে। একমাত্র পারফরম্যান্সই আপনাকে ড্রেসিংরুমে রাখতে পারে। সত্যি কথা এবং সততা গুরুত্বপূর্ণ।’

এমআই