Advertisement
Us Bangla Airlines
ডাক মেরে রেকর্ডের খাতায় লিটন দাস

ডাক মেরে রেকর্ডের খাতায় লিটন দাস

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

ব্যাট হাতে বাজে ফর্ম যেন কাটছেই না লিটন দাসের।  ক্যারিবিয়ান সিরিজে রান খরায় ভোগা লিটন দাস বিপিএলে এসেও নিজের ছন্দ খুঁজে বেড়াচ্ছেন। চলতি আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করছেন এ ডানহাতি ব্যাটার। প্রথম ম্যাচে ৩১ রান করলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তাতে লজ্জার রেকর্ড গড়েছেন এ ওপেনার।

বিপিএলে টপঅর্ডার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ডাক মারার শীর্ষে উঠেছেন লিটন কুমার দাস। অবশ্য লজ্জার এ রেকর্ডে ভাগিদার পাচ্ছেন সম্প্রতি টি-টোয়েন্টি দলের প্রতিনিধিত্ব করা লিটন। আগে থেকেই এ তালিকার শীর্ষে ছিলেন এনামুল হক বিজয়। শুরুর তিন ব্যাটসম্যান হিসেবে দুজনেই ১০ বার শূন্য রানে আউট হয়েছেন। 

দুর্বার রাজশাহীর বিপক্ষে আজ ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন দাস। স্লিপে ইয়াসির রাব্বির হাতে ক্যাচ অনুশীলন করে ডাক মেরে সাজঘরে ফিরেন তিনি। সবমিলিয়ে গত ৬ ম্যাচের ব্যবধানে ৩ বার শূন্য রানে সাজঘরে ফিরতে হলো লিটনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক ছিল লিটনের।

বিপিএলে সব ব্যাটার মিলিয়ে ডাক মারার তালিকায় লিটনের অবস্থান অবশ্য চতুর্থ। এ তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর অধিনায়কের ডাক সংখ্যা ১৩। বিজয়ের পরেই আছেন ফিটনেস ইস্যুতে না খেলা মাশরাফি বিন মুর্তজা। টাইগারদের সাবেক ক্যাপ্টেনের ডাক সংখ্যা ১১। এছাড়া ১১বার শূন্য রানে আউট হয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন সৌম্য সরকার।

এমআই