Advertisement
Us Bangla Airlines
রানবন্যার বিপিএলে ইকোনমি ৫.৭৫, কে এই কিপটে বোলার?

রানবন্যার বিপিএলে ইকোনমি ৫.৭৫, কে এই কিপটে বোলার?

খেলা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৫, ২৩:৩৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই রানের ফোয়ারা বসেছে। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর উদ্বোধনী ম্যাচেই ৩৯৭ রানের সম্মিলিত বড় স্কোর দেখেছে এবারের বিপিএল। রানবন্যার আসর বসেছিল অবশ্য সিলেট পর্বে। বিপিএলের গত আসরে সিলেটে হওয়া ১২ ম্যাচে প্রথম ইনিংসের গড় ছিল ১৫১ রান। এবার সেটি এক ধাক্কায় বেড়ে হয়েছে ১৮১ রান। প্রথম ইনিংসে দুইশর বেশি রান হয়েছে তিন ম্যাচে। ১৭০ ছাড়ানো স্কোর ছিল ৯টি।

মন্থর ও নিচু পিচ হিসেবে খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও অন্য আসরের তুলনায় এবার রান ওঠেছে চোখে লাগার মতো। মিরপুরে টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচে ছক্কা হয়েছে মোট ১৩২টি। প্রথম ইনিংসে এ পিচে গড় সংগ্রহ ছিল প্রায় ১৮০ রান। যা মিরপুরের মরা পিচের বাস্তবতায় প্রায় অবিশ্বাস্য ঘটনা। 

ছোট বাউন্ডারির বিতর্ক ছাড়িয়ে বিপিএলে যে রানের আসর বসেছে, এটাই দর্শকদের কাছে মুখ্য বিষয়। অবশ্য এত রানের পিছনে ভালো পিচকেই বারবার কৃতিত্ব দিচ্ছেন বিসিবি কর্তারা।

রান ফোয়ারার এই আসরে অবশ্য বড় পরীক্ষাটা দিচ্ছেন বোলাররা। ভালো বল করেও ছোট বাউন্ডারির কারণে দিনশেষে খরুচে হয়ে পড়ছেন তাঁরা। কিন্তু রানবন্যার এ বিপিএলে বল হাতে ওভার প্রতি ৫.৭৫ গড়ে রান খরচ করেছেন দুর্বার রাজশাহীর এক বোলার। বিপিএলের ২০ ম্যাচ শেষে এমন কিপটে বোলারের নাম শুনলেও চমকে ওঠার কথা। তিনি রাজশাহীর ওপেনার জিসান আলম।

বিজয়দের দলে ব্যাট হাতে নিয়মিত ওপেন করা এ তরুণকে বল হাতেও ম্যাচের প্রথম ওভার করতে দেখা গেছে। চলতি বিপিএলে চার ম্যাচে এখন পর্যন্ত ১২ ওভার বল করেছেন জিসান। বিপিএলে অন্তত দশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে ছিলেন এ বোলার। ১২ ওভার করে জিসান বিলিয়েছেন মাত্র ৬৯ রান, যেখানে ইকোনমি ৫.৭৫। সাথে প্রতিপক্ষের ৩ উইকেট তুলেছেন এ ব্যাটিং অলরাউন্ডার।

তাসকিনকে দলে ভেড়াতে চায় দুই দল

কিপটে বোলিংয়ের তালিকায় জিসানের পরেই আছেন চিটাগং কিংসের রহস্যময় বোলার আলিস আল ইসলাম। চার ম্যাচে ১৬ ওভার বল করা আলিস ওভার প্রতি খরচ করেছেন ৫.৯৩ রান। যেখানে ১১.৮৭ গড়ে তুলেছেন প্রতিপক্ষের ৮ উইকেট। আলিসের পরেই এ তালিকায় জায়গা নিয়েছেন রংপুরের খুশদিল শাহ, আকিফ জাবেদ এবং রাজশাহীর তাসকিন আহমেদ। এ তিন বোলার ওভার প্রতি খরচ করেছেন যথাক্রমে ৬.০০, ৬.৪৭ এবং ৬.৭২ রান।

এমআই