Advertisement
Us Bangla Airlines
‘সাকিবকে ছাড়া বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া যাবে না’

‘সাকিবকে ছাড়া বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া যাবে না’

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় লম্বা সময় ধরে রাজত্ব করেছেন তিনি। সাকিবকে চিনেন না, এমন ক্রিকেট খেলুড়ে দল কমই আছে। এছাড়া বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেও নাম কামিয়েছেন এই বাঁহাতি ক্রিকেটার। 

ব্যাটে-বলে সমানতালে অবদান রাখায় সাকিবকে আলাদা করে সমীহ করতো বিশ্ব ক্রিকেট। এমনকি তাকে ঘিরে ছকও কষা হতো ভিন্নরূপে। সেই সাকিব রাজনৈতিক কারণ এবং বোলিং নিষিদ্ধ হওয়ায় থাকছেন না আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে। সাকিবকে ছাড়া বাংলাদেশের শক্তি কিছুটা হলেও কমবে, এটা অনুমিত।

এবার সাকিবের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, দলে সাকিব আল হাসান না থাকায় বিশ্বমঞ্চে বাংলাদেশকে আর খুঁজেই পাওয়া যাবে না। এমনকি আইসিসির বর্ষসেরা একাদশে অদূর ভবিষ্যতে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না বলে মত দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। 

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে (সাকিব) নেই, দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে- তাদের শুধু পতনই হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

সম্প্রতি ক্রিকেটের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। সেখানে তিন সংস্করণের কোথাও সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কোনো ক্রিকেটার। যদিও গেল বছর ওয়ানডেতে দারুণ পারফর্ম করা তাসকিন সুযোগ পেয়েছিলেন উইজডেনের একাদশে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

এমআই