Advertisement
Us Bangla Airlines
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেলেন শরিফুল 

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেলেন শরিফুল 

খেলা ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১

বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একাধিকবার খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল ইসলাম। এমনকি আইপিএলের টিমগুলো তাকে দুই আসরে সরাসরি চুক্তিতে নিতে চেয়েছিল। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে শেষমেশ অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এমন সুযোগ হাতছাড়া করা শরিফুলের সামনে এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার প্রস্তাব এসেছে।

দেশটির জনপ্রিয় টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’-এ খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। টুর্নামেন্টটিতে শরিফুলকে দলে ভেড়াতে চায় ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স। মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই বাঁহাতিকে দলে ভেড়াতে চায় তারা। বিষয়টি শরিফুল নিজেই নিশ্চিত করেছেন।

কাউন্টি থেকে প্রস্তাবনা আসলেও শরিফুলের খেলা নিশ্চিত নয়। কারণ, ইংল্যান্ডে যাওয়ার আগে এই ক্রিকেটারকে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিতে হবে। এ বিষয়ে শরিফুল বলেন, ‘এসেক্স থেকে খেলার প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই উনারাই সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’

সাদা বলের ক্রিকেটে বাজে সময় কাটাচ্ছিলেন শরিফুল ইসলাম। একই কারণে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা মিলেনি তার। তবে বিপিএলের শেষবেলায় এসে আলো ছড়াচ্ছেন এই ক্রিকেটার। মিরপুরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৫ রানের বিপরীতে ৪ উইকেট তুলেছিলেন এ বাঁহাতি। সুইং এবং সিম মুভমেন্টে তার দক্ষতা ছিল নজরকাড়া।

এমআই