Advertisement
Us Bangla Airlines
প্লে-অফের ম্যাচে খুলনার স্কোয়াডে দুই ক্যারিবিয়ান তারকা

প্লে-অফের ম্যাচে খুলনার স্কোয়াডে দুই ক্যারিবিয়ান তারকা

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০

বিপিএলের শেষবেলায় তারকা ভিড়িয়ে চমক দেখাচ্ছে দলগুলো। দিনের শুরুতে চার বিদেশি তারকার খবর দিয়েছে রংপুর রাইডার্স। কিউই পেসার অ্যাডাম মিলনেকে ইতোমধ্যে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এমনকি আইএলটি-২০ শেষ করে বরিশালের ডেরায় ফিরছেন কাইল মায়ার্স। এত খবরের ভিড়ে এবার চমক দেখাল মেহেদি মিরাজের দল।

রংপুরের বিপক্ষে প্লে-অফের ম্যাচে মিরাজদের সাথে যুক্ত হচ্ছে দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার। খুলনা টাইগার্স নিজেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।

আবুধাবিতে অনুষ্ঠিত আইএলটি-২০ টুর্নামেন্টে খেলেছিলেন হেটমায়ার এবং জেসন হোল্ডার। কিন্তু তাদের দল সেরা চারে কোয়ালিফাই করতে না পারায় এবার বিপিএলে খেলতে আসছেন। হোল্ডারের দল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল, কাইল মায়ার্স, সুনিল নারিন। এরমধ্যে রাসেলকে দলে ভিড়িয়েছে রংপুর। মায়ার্স ফিরছেন নিজ দল ফরচুন বরিশালে। এছাড়া নারিনকে রংপুরে দেখার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি তিনি।

অন্যদিকে গালফ জায়ান্টসের হয়ে খেলেছিলেন শিমরান হেটমায়ার। টুর্নামেন্টটিতে দশ ম্যাচে ৪ জয় নিয়ে হেটমায়ারদের অবস্থান ৫ম। ফলে এবারের আসর থেকে নিশ্চিতভাবে ছিটকে পড়ায় খুলনার দলে যোগ দিয়েছেন এই তারকা ব্যাটার। 

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। দেশি ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্সে সেরা চারে এসেছে তালহা জুবায়েরের শিষ্যরা। সবশেষ দুই ম্যাচে অঘোষিত ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। সবমিলিয়ে ভালো ছন্দে আছে খুলনা টাইগার্স। 

অন্যদিকে দলটির প্রতিপক্ষ রংপুর রাইডাস সবশেষ ৪ ম্যাচে টানা হেরেছে। যদিও প্লে-অফের ম্যাচে দলটিতে যুক্ত হচ্ছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিড। এই ম্যাচে জয়ী দল ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে। 

এমআই