Advertisement
Us Bangla Airlines
মুহূর্তেই শেষ হল বাংলাদেশসহ যেসব ম্যাচের টিকিট

মুহূর্তেই শেষ হল বাংলাদেশসহ যেসব ম্যাচের টিকিট

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আর মাত্র ১৪ দিন বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। ইতোমধ্যেই ধাপে ধাপে ম্যাচগুলোর টিকিট বিক্রি করছে আয়োজক দেশ পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে রোহিত শর্মাদের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল।

নিরাপত্তার অজুহাতে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সব ম্যাচ দুবাইতে খেলবে ভারত। বাংলাদেশ ছাড়াও ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড। গতকাল সোমবার দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট বিক্রি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ হয়ে যায়।

দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচে অবশ্য দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। পাকিস্তানি গণমাধ্যম ডন এর প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে টিকিট ছাড়ার মাত্র চার মিনিটের মধ্যে ১ লাখ ৪০ হাজার ক্রীড়া ভক্ত টিকিট কিনতে ওয়েবসাইটে প্রবেশ করে। এর মধ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দর্শক সংখ্যা বেশি।

বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজাার। সেখানে ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাতে চার ম্যাচ মিলিয়ে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে ১ লাখ। কিন্তু এর মাঝেই প্রায় দেড় লাখ ভক্ত অনলাইনে টিকিট কেনার অনুরোধ জানিয়েছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের পরেই বাংলাদেশের ম্যাচে আগ্রহ ছিল দর্শকদের। এক ঘণ্টার কম সময়েই এই ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এছাড়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও আগ্রহ ছিল দর্শকদের। তবে প্রথম সেমিফাইনালের টিকিট বিক্রি করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। 

এমআই