Advertisement
Us Bangla Airlines
রংপুরের ‘রং’ হারানোর দায় নিলেন অধিনায়ক সোহান

রংপুরের ‘রং’ হারানোর দায় নিলেন অধিনায়ক সোহান

খেলা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫

বিপিএলে স্বপ্নের মতো শুরু পেয়েছিল রংপুর রাইডার্স। প্রথম আট ম্যাচে নুরুল হাসান সোহানদের হারাতে পারেনি কোনো দল। এমনকি সোহানদের অবিশ্বাস্য জয়গুলোতে তাঁদের এবারের আসরের অপরাজিত দল মনে করা হচ্ছিলো। সেই রংপুর নিজেদের নবম ম্যাচে এসে বিতর্কিত রাজশাহীর কাছে প্রথম হোঁচট খেয়েছে। এরপর আর নিজেদের ‘রং’ ধরতে রাখতে পারেনি।

টুর্নামেন্টের শুরুতে টানা ৮ জয় দেখার পর, শেষবেলায় টানা ৫ হারের সাক্ষী হয়েছেন আশরাফুলের শিষ্যরা। এমনকি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে প্রথম দল হিসেবে বাদ পড়েছিল রংপুর রাইডার্স। এলিমিনেটর ম্যাচে খুলনার কাছে লজ্জার হার উপহার দিয়েছিল তারা। বিপিএলের ইতিহাসে নক আউট পর্বে এত কম রানে আউট হয়নি কোনো দল।

দলের ছিটকে পড়ার দিনে নাহিদ রানার বলের আঘাতে চোটে পড়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনেও দেখা যায়নি তাঁকে। অবশেষে ম্যাচ শেষ হওয়ার একদিন পর রংপুর অধিনায়কের প্রতিক্রিয়া জানা গেল। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে দলকে নিয়ে আবেগময় বার্তা দিলেন এই উইকেটরক্ষক।

ফেসবুকে সোহান লিখেন, ‘প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি। ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি ব না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’

ব্যর্থতার জন্য তিনি একাধিকবার দুঃখপ্রকাশ করে বলেন, ‘রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখপ্রকাশ করছি।’

এমআই