
সন্ধ্যায় বিপিএল ফাইনাল, কোথায়-কীভাবে দেখবেন
খেলা ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ম্যাচ আজ। সন্ধ্যা শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়ে এবারের আসর পর্দা টানবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস। গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল চলতি আসরেও শিরোপা ধরে রাখতে চাইবে।
এদিকে ২০১৩ এর পর এবারই প্রথম বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। নিজেদের সবশেষ আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠেছিল দলটি। প্রায় এক যুগ পর বিপিএলে ফিরে আবারও ফাইনালের মঞ্চে মিথুন-আরাফাত সানিরা। ফেরার মঞ্চটি রাঙিয়ে রাখতে বেশ উদ্যমী হয়ে ওঠেছে বন্দর নগরীর দল।
কখন শুরু হবে
ফাইনাল ম্যাচের আগের দিন অবশ্য সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটা এক ঘণ্টা এগিয়ে ৬টায় শুরু হবে। ফাইনালের ভেন্যু হিসেবে থাকছে যথারীতি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।
কোথায় দেখা যাবে
টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ রেখেছিল বিসিবি।
এমআই