
যে রেকর্ড মনে রাখতে চাইবেন না ওয়াটসন-সুমন
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
সপ্তাহখানেক পরেই বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির এই টুর্নামেন্ট নিয়ে পাক ক্রিকেটারদের স্মৃতিচারণে বেশ তোড়জোড় দেখা যাচ্ছে। কারণটাও অনুমিত, সবশেষ আসরে ভারতকে হারিয়ে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের জন্যেও আইসিসির এই টুর্নামেন্ট বেশ সুখকর। কেননা, আইসিসির এই ইভেন্টে টাইগাররা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পেরেছিল।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপে সেই সাফল্যের দেখা পেয়েছিল মাশরাফির দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো তেমন অর্জন নেই। তবে ইংলিশদের মাটিতে ওয়ানডে ফরম্যাটে হওয়া ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের হারিয়ে সেরা চারে জায়গা পেয়েছিল বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে যা সর্বোচ্চ অর্জন।
অর্জনের এই টুর্নামেন্টেও আছে বিব্রতকর রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ডাক মেরেছেন বাংলাদেশি ক্রিকেটার। লজ্জার এই রেকর্ডে অবশ্য সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন।
চ্যাম্পিয়নস ট্রফিতে ক্যারিয়ারের মোট ১৫টি ইনিংস ব্যাট করেছেন অজি তারকা ওয়াটসন। যেখানে চার ইনিংসে কোনো রান না করেই বিদায় নিতে হয়েছিল তাঁকে। একই টুর্নামেন্টে মাত্র ৫ ইনিংস খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। কিন্তু পাঁচ ইনিংসের ৩টাতেই ‘ডাক’ মেরেছেন তিনি।
হাবিবুল বাশার সুমনের মতো তিনটি করে ডাক মেরেছেন নাথান অ্যাস্টল, সনাথ জয়াসুরিয়া ও শোয়েব মালিক। যেখানে অ্যাস্টল ১৫ ইনিংস, শোয়েব মালিক ১৮ ইনিংস এবং জয়াসুরিয়া ২০ ইনিংস ব্যাট করে এই লজ্জার রেকর্ডে ডুবেছেন।
জাতীয় দলের হয়ে দারুণ অর্জন রয়েছে শেন ওয়াটসন, সনাথ জয়াসুরিয়া এবং শোয়েব মালিকের। অজিদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ওয়াটসন করেছেন ১০ হাজার ৯৫০ রান, লঙ্কানদের হয়ে জয়াসুরিয়ার রান সংখ্যা ২১ হাজার ৩২ এবং পাকিস্তানের জার্সিতে চির তরুণ শোয়েব মালিক করেছেন ১১ হাজার ৮৬৭ রান। এত অর্জনের মাঝে নিশ্চয়ই চ্যাম্পিয়নস ট্রফির লজ্জার রেকর্ড মনে রাখতে চাইবেন না ওয়াটসন-জয়াসুরিয়ারা।
এমআই