Advertisement
Us Bangla Airlines
দুবাই যাত্রায় টাইগারদের সঙ্গী লিটন, কারণ কী?

দুবাই যাত্রায় টাইগারদের সঙ্গী লিটন, কারণ কী?

খেলা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩

চোটের যন্ত্রণা সৌম্যকে যেন ইদানীং একটু বেশিই ভালোবাসছে। ছন্দে থাকা সৌম্যকে সবশেষ ক্যারিবিয়ান সফরে ছন্দপতন করেছিল এই চোট। সেবার সৌম্যের হাতে পাঁচ সেলাই বসায় বিপিএলের পুরো আসরে সুযোগ পেয়েছেন মোটে চার ম্যাচ। সেখানেই ব্যাট হাতে পুরনো সৌম্যের ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল। কিন্তু এটা মোটেও সইল না ‘চোট’ নামক বিড়ম্বনার।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর এক ডেলিভারি গিয়ে লাগে তার হাতে। চোটটা সেই হাতেই পেয়েছিলেন, যেখান থেকে দুদিন আগে সেরে উঠেছেন। ব্যথা পাওয়ার সাথে সাথে সৌম্যকে দ্রুত স্ক্যান করানো হয়, তবে স্বস্তির খবর হলো চোট গুরুতর নয়। ফলে আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কা নেই এ বাঁহাতির।

ফের ইনজুরির কবলে সৌম্য, অনিশ্চিত চ্যাম্পিয়নস ট্রফি

সৌম্যর ইনজুরি নিয়ে স্বস্তির শুনলেও ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায়। তাই স্কোয়াডের বাইরে থাকা লিটন দাসও টাইগারদের সঙ্গে যাচ্ছেন দুবাই ক্যাম্পে। যদি শেষ মুহূর্তে সৌম্যকে নিয়ে শঙ্কা দেখা দেয়, তবে লিটন যেন সঙ্গে সঙ্গেই মূল দলে ঢুকে যেতে পারেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আইসিসি টুর্নামেন্টের আগে ইনজুরির বিড়ম্বনা সব দলের জন্যই চাপ বাড়াবে। সৌম্যর চোট নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও সতর্কতা হিসেবে লিটনকে ক্যাম্পে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত সৌম্য যদি পুরো ফিট না থাকেন, তাহলে সুযোগ পেতে পারেন লিটন দাস। ডানহাতি এই ওপেনার ছাড়াও দলের সঙ্গে দুবাই যাচ্ছেন পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরী।

এমআই