Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে যাদের দেখেন পিটারসেন

চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে যাদের দেখেন পিটারসেন

খেলা ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

দীর্ঘ আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে এবারের আসর শুরু হবে। ইতোমধ্যে পাকিস্তান-দুবাইতে পাড়ি জমানো শুরু করেছে দলগুলো। আইসিসির এই টুর্নামেন্টকে ঘিরে আট দলের সাথে ব্যস্ততা বেড়েছে ক্রিকেট বিশ্লেষক-ভক্তদের। নিয়মিতই দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাব্য চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের নাম জানাচ্ছেন তারা। 

এবার সেই দলে নাম লেখালেন সাবেক ইংলিশ তারকা ব্যাটার কেভিন পিটারসেন। এশিয়া অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে এশিয়ার দুই সেরা দলকেই এগিয়ে রাখছেন এই ইংলিশ তারকা। আয়োজক পাকিস্তান অবশ্য সবশেষ আসরের চ্যাম্পিয়ন। এছাড়া ভারতে শক্তিমতা নিয়ে পিটারসেন খুব ভালো করেই জানেন। নিজের দল ইংল্যান্ডকে সম্প্রতি হোয়াইটওয়াশ করেছে ভারত।

এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের স্কোয়াড

গত আসরের ফাইনালিস্ট ভারত-পাকিস্তান ছাড়াও আর দুই দলকে সেমিতে দেখছেন পিটারসেন। চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে তিনি বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা খুবই কঠিন। আমি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে বেছে নেব।’ নিজ দল ইংল্যান্ডকেও সেরা চারে দেখছেন না তিনি।

ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে সেমিতে দেখছেন না এই ইংলিশ তারকা। এর কারণও ব্যাখ্যা দিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগ মুহূর্তে অজিদের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাওয়ায় এবং শেষ মুহূর্তে মিচেল স্টার্ক নিজেকে একাদশ থেকে সরিয়ে নেওয়ায় অজিদের বেশ ভুগতে হবে বলে মনে করেন পিটারসেন।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে যাদের দেখেন পিটারসেন

তবে ইংলিশ তারকার সম্ভাব্য সেমিফাইনালিস্ট দল নির্বাচন একপাক্ষিকই বলা চলে। কারণ, ভারত, পাকিস্তান, এবং নিউজিল্যান্ড একই গ্রুপে খেলবে। যেখানে এই তিন দলের সাথে আছে বাংলাদেশ। এই চার দল থেকে যে কোনো দুটো দল বাদ পড়বে। ফলে তার নির্বাচন করা এই তিন দলের একত্রে সেমিফাইনাল খেলার কোনো সম্ভবনা নেই।

এমআই