Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়ল প্রাইজমানি, কত টাকা পাবে কোন দল

চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়ল প্রাইজমানি, কত টাকা পাবে কোন দল

খেলা ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩

চলছে চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর দিন গণনা। আগামী ১৯ ফেব্রুয়ারি আইসিসির এই টুর্নামেন্ট শুরু হবে। আট জাতির এই টুর্নামেন্ট শুরুর আগেই মোট ৬.৯ মিলিয়ন ডলার বা ৮৩ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টটির সবশেষ আসরের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ। টাকার অঙ্কে যা ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা।

মিনি বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্য দেড় কোটি টাকা করে বরাদ্দ রেখেছে আইসিসি। অর্থাৎ শুধু অংশগ্রহণ করেই এই টাকা পাবে প্রতিটি দল। এছাড়া  গ্রুপ পর্বের সব ম্যাচে হেরে কোনো দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তার জন্য রয়েছে পুরস্কার। ব্যর্থতায় ডুবে যাওয়া সেই দল সবমিলিয়ে প্রায় ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি পাবে।

মুহূর্তেই শেষ হল বাংলাদেশসহ যেসব ম্যাচের টিকিট

চ্যাম্পিয়নস ট্রফির আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত। গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে কোনো ম্যাচ জিতলেই থাকছে অর্থ পুরস্কার। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ে দলগুলো পাবে ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ টাকা। এছাড়া সেরা চারে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোর জন্যেও থাকছে পুরস্কার। টুর্নামেন্টের ৭ম এবং ৮ম হওয়া দলের পকেটে ঢুকবে ১ লাখ ৪০ হাজার ডলার বা ১ কোটি ৬৮ লাখ টাকা।

পয়েন্ট বিবেচনায় সেরা চারের কাছাকাছি গিয়েও হেরে যাওয়া দলগুলোর জন্য পুরস্কারের পরিমাণ একটু বেশি। ৫ম বা ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। তবে কীভাবে এসব স্থান নির্ধারণ করবে আইসিসি, তা এখন পর্যন্ত জানা যায়নি।

চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জেতা দল প্রাইজমানি হিসেবে কত টাকা পাবে? এমন প্রশ্নই সবার মনে উদ্রেক হতে পারে। উত্তরটা হল, ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। এছড়া ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে ১১ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা। 

বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা। সবমিলিয়ে ২০১৭ সালে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির তুলনায় এবারের আসরে টাকার অঙ্ক বেড়েছে ৫৩ শতাংশ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি

অবস্থান প্রাইজমানি
চ্যাম্পিয়ন  ২৭ কোটি ০৬ লাখ টাকা
রানার্সআপ ১৩ কোটি ৫৩ লাখ টাকা
সেমিফাইনালে পরাজিত দল  ৬ কোটি ৭৬ লাখ টাকা
৫/৬ নম্বরে থাকা দল ৪ কোটি ২২ লাখ টাকা
৭/৮ নম্বরে থাকা দল ১ কোটি ৬৯ লাখ টাকা
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ১ কোটি ৫১ লাখ টাকা
গ্রুপ পর্বে প্রতি জয়  ৪১ লাখ ৮ হাজার টাকা

এমআই