
চ্যাম্পিয়নস ট্রফির জার্সি তৈরির গল্প শোনাল বিসিবি
খেলা ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৬
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আর মাত্র ৩ দিন বাকি। এর আগে দলগুলো নিজেদের কর্ম ব্যস্ততায় প্রলেপ দিচ্ছে। ইতোমধ্যে দুবাইয়ে গিয়ে অনুশীলন সারছে বাংলাদেশ। আগামীকাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগেই চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাল-সবুজের বাংলাদেশ হিসেবে খ্যাতি পাওয়া টাইগারদের জার্সিতে এবারও শোভা পেয়েছে লাল-সবুজ রঙের ছোঁয়া। বুকের ডান পাশে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-পাকিস্তান’র লোগো আর বাম পাশে ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো। দুই হাতায় রয়েছে লাল-সবুজের মিশ্রণ। নিচের দিকে রয়েছে বাঘের প্রতিকৃতি।
বিসিবি সূত্রে জানা গেছে, গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সিরে সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
Posted by Khela.com on Sunday, February 16, 2025
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রঙে এবার পার্থক্য আছে। রক্তাক্ত লাল, গাঢ় সবুজ। আরও উজ্জীবিত করার মতো রঙের সমন্বয়। বাঘ নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। বাঘ আত্মবিশ্বাসী, শক্তি এবং নির্ভার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাঘের মধ্যে। যে চরিত্র আমরা আমাদের দলের মধ্যে দেখে থাকি।’
অতীতে জার্সি নিয়ে বিসিবি খুব একটা সুনাম কুড়াতে পারেনি বিসিবি। ফাহিম বললেন, ‘জার্সিটা সবার পছন্দ হলে দলেও সেটির ইতিবাচক প্রভাব পড়ে। দল সবার পছন্দের কিছু একটা পরে খেলছে বড় টুর্নামেন্টে, এটা খুব জরুরি।’
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাড়ি জমাবে টাইগাররা। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল শান্তের দল।
এমআই