
ম্যাচ না জিতেও কত টাকা পাচ্ছেন শান্তরা?
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নাজমুল শান্তরা। বাংলাদেশের সামনে ছিল শুধু নিয়মরক্ষার ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাও বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে। তাতে প্রাপ্তির এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে যদি কাটাকুটির ওভারে ম্যাচ হতো এবং তাতে বাংলাদেশ যদি হেরে বসতো, তবুও প্রায় ৩ কোটি টাকা নিয়ে দেশে ফিরতো মুশফিক-রিয়াদরা। তবে বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১-১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে উভয় দল। তাতে রান রেট বিবেচনায় পাকিস্তানের ওপরে অবস্থান করছে বাংলাদেশ।
দুই গ্রুপের যৌথ হিসাব করলে বাংলাদেশের অবস্থান পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার কথা। আবার রান রেটের হিসাব করে স্থান নির্ধারণ করলে টাইগাররা পয়েন্ট টেবিলের সাতে নেমে যেতে পারে। কারণ বি গ্রুপের তিন দলেরই ১টি করে ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। আবার তলানিতে থাকা ইংল্যান্ডের রান রেট বাংলাদেশ থেকে ভালো।
ফলে পঞ্চম ও ষষ্ঠ দল হলে সাড়ে ৫ কোটি টাকার বেশি এবং সপ্তম হলে প্রায় ৩ কোটি টাকা নিয়ে দেশে ফিরবে নাজমুল শান্তের দল।
উল্লেখ্য, আগের আসরের তুলনায় চলতি আসরে ৫৩ শতাংশ প্রাইজমানি বাড়িয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার। তারা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্স আপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
প্রাইজমানি অনুযায়ী, পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে। অর্থাৎ কোনো ম্যাচ না জিতেই অন্তত ৩ কোটি টাকা কামিয়ে নিয়েছে বাংলাদেশ দল।
এমআই