Advertisement
Us Bangla Airlines
শান্তদের নিয়ে আফসোস রমিজের, নাহিদের প্রশংসায় রিয়াজ

শান্তদের নিয়ে আফসোস রমিজের, নাহিদের প্রশংসায় রিয়াজ

খেলা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

চ্যাম্পিয়নস ট্রফি থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। তাতে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি টাইগাররা। প্রথম দুই ম্যাচে দেখা মিলেছে শোচনীয় পরাজয়, নিয়মরক্ষার শেষ ম্যাচটি ভেসে গেছে বৃষ্টির জলে। বাংলাদেশের প্রাপ্তি পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট আর অংশগ্রহণের কিছু অর্থ। 

বাইশ গজের দেখার মতো তেমন কিছু ছিল না বললেই চলে। হৃদয়, জাকেরের লড়াই; তাওহিদের সেঞ্চুরি আর নাহিদ রানার জোরে বোলিংই আপাতত চক্ষু শীতলের কারণ। বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে বেশ আক্ষেপ ঝরেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার কণ্ঠে। তবে নাহিদ রানাকে নিয়ে প্রশংসা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

রানাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াহাব বলেন, ‘আমার মনে হয় সে (রানা) দারুণ প্রতিভাবান একজন ছেলে। তাকে দারুণ লেগেছে দেখতে। সে যতটা জোরে বল করেছে তা দেখা অবশ্যই রোমাঞ্চকর ছিল। আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করছি সে বাংলাদেশের হয়ে এভাবে ভালো খেলে যাবে।’

গতি নিয়ে ভাবনা নেই, দলে অবদান রাখতে যে পরিকল্পনা রানার

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ধারাভাষ্যকার রমিজ রাজা আফসোস করলেন বাংলাদেশকে নিয়ে, ‘বাংলাদেশের কাছ থেকে আমরা এখন আরও বেশি আশা করি। আমরা অনেকবারই বলেছি– তাদের যে সামর্থ্য আছে তাতে তারা খুব সম্ভাবনাময় দল। তবে এখন ম্যাচ জেতার সময়।’

টাইগারদের বোলিং ভালো হলেও, ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পারফরম্যান্স আসছে না বলেও মনে করেন রমিজ রাজা, ‘(ব্যাটিংয়ে) তারা ডুববে নাকি সাঁতরাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। প্রথম বল থেকেই নিজের সেরাটা খেলতে হবে। মাঝখানের ওভারগুলোতে স্ট্রাইক রোটেশন দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। বল হাতে খুব একটা প্রয়োজন নেই, ব্যাটিংয়ে একটু উন্নতি করতে হবে বাংলাদেশকে।’

এমআই